শেয়ারড হোস্টিং এ আপনার ওয়েবসাইট ও ইমেইল একাউন্ট গুলো এমন একটি সার্ভার থেকে সরবরাহ করা হবে যেখান থেকে অন্য হাজার হাজার ব্যবহারকারীদের জন্যও ওয়েবসাইট সরবরাহ করা হয়। এটি সাধারণত বড় ধরনের ট্রাফিকের জন্য যথেষ্ট নয়। তবে প্রাথমিক অবস্থায় এটা আপনাকে যথেষ্ট পরিমাণ ডিস্ক স্পেস, ডাটা ট্রান্সফার, ইমেল একাউন্ট ইত্যাদির সুবিধা দেবে। যেহেতু অনেক ব্যবহারকারী এক সাথে একটি সার্ভার শেয়ার করে তাই আপনার সাইটে লোডের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পেইড হোস্টিং গুলোর মধ্যে শেয়ারড হোস্টিং এর খরচ সবচেয়ে কম। কম করচে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা থাকার কারণে গ্রাহকদের কাছে এটি বেশ জনপ্রিয়। ক্রেতাদের চাহিদা থাকার কারনে অধিকাংশ কোম্পানী শেয়ারড হোস্টিং দিয়ে থাকে। কিন্তু কিছুদিন পর দেখা যায় সার্ভারের সমস্যা বা কোম্পানীর সীমাবদ্ধতার জন্য সাইট ডাউন হয়ে গেছে। তাই শেয়ারড হোস্টিং ক্রয় করার পূর্বে আপনার সীমাবদ্ধতা গুলো সম্পর্কে ভালভাবে জেনে নিন। শেয়ারড হোস্টিং জগতে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হল Hostholder.com যেটি অতি স্বল্প মূল্যে সুনামের সাথে গ্রাহকদের শেয়ারড হোস্টিং সরবরাহ করে আসছে ডাউন বা ক্রাশ ছাড়াই।