সাধারণত এক রেজিস্টার থেকে অন্য রেজিস্টার এ ডোমেইন স্থানান্তর করাকে ডোমেইন ট্রান্সফার বলা হয়। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের এড্রেস। যার মাধ্যমে সবাই আপনার কোম্পানী বা কোম্পানীর প্রডাক্ট সম্পর্কে জানবে। যে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য প্রথমেই একটি ডোমেইন নামের প্রয়োজন পড়ে। তাই কোম্পনীর ধরন অনুযায়ী প্রথমে একটি ডোমেইন নাম সিলেক্ট করে সেটিকে কোন রেজিস্টার প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রি করাতে হয়। এই রেজিস্ট্রি করার মাধ্যমে আপনি কোম্পানিটির সদস্য হয়ে যাবেন। যার ফলে কোম্পানি আপনাকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকবে। কিন্তু প্রায়ই দেখা যায় ডোমেইন রেজিস্ট্রি করার কিছুদিন পরই ক্লায়েন্ট ডোমেইনটি অন্যত্র ট্রান্সফার করতে চায়। এর কারণ হতে পারে প্রোভাইডারের অস্বচ্ছতা, প্রাইভেসি পলিসি বা ক্লাইন্ট সময় মত সার্ভিস সাপোর্ট পাচ্ছেনা ইত্যাদি। যখন্ই একজন ক্লায়েন্ট বুঝতে পারবে তিনি কোম্পানী বাছাই করতে ভুল করেছেন বা অনুমোদিত কোম্পানী তাকে প্রাপ্য সুযোগ সুবিধা দিচ্ছেনা তখনই তার ডোমেইন ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে।

অন্যত্র ডোমেইন ট্রান্সফারে যা প্রয়োজন:

ডোমেইন ট্রান্সফার করতে হলে প্রথমেই জানতে হবে ডোমেইনটি আপনার নিয়ণ্ত্রনে আছে কিনা। অর্থাৎ ডোমেইন এর সিক্রেট কোডটি আপনি জানেন কিনা অথবা ডোমেইনটি লক করা আছে কিনা। ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান প্রোভাইডারের সম্মতি থাকতে হবে এবং তার ইমেইল এড্রেসের একসেস আপনার থাকতে হবে। কারণ ট্রান্সফার রিকুয়েস্ট এর পর আপনার কাছে অনুমতি চেয়ে একটা মেইল যাবে, যেখানে আপনাকে সম্মতি দিতে হবে। আবার আপনি যে ডোমেইনটি ট্রান্সফার করতে চাচ্ছেন তার বয়স নূণ্যতম ৬০ দিন হতে হবে। অর্থাৎ যে কোম্পানীতে ডোমেইনটি আপনি প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেই কোম্পানী থেকে ৬০ দিন পর ছাড়া ডোমেইন ট্রান্সফার করতে পারবেন না। ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দুটি  প্রোভাইডারের রেজিস্টার যদি একই হয় তাহলে আপনি ডোমেইন ট্রান্সফার করতে পারবেন না, মুভ করিয়ে নিয়ে আসতে পারবেন। কারণ বেশীরভাগই রিসেলার হয়, রেজিস্টার নয়। এবং দেখা যায় বেশীরভাগ কোম্পানীই মুখে মুখেই অনেক সুবিধা প্রদান করে কিন্তু কাজে গেলে কিছুই দেখা যায় না। তাই বছরের মাঝামাঝি এসে ডোমেইন ট্রান্সফার করার কথা ভাবতে হয়। সেক্ষেত্রে প্রথমেই জেনে নিন ডোমেইন কন্ট্রোল প্যানেল আপনি পাবেন কিনা। Hostholder.com ডোমেইন ক্রয় করবার সঙ্গে সঙ্গেই আপনার একাউন্টে ডোমেইনটি যোগ করে দেয়। যাতে ভবিষ্যতে কোন গ্রাহককে তার ডোমেইন নিয়ে হয়রানির স্বীকার হতে না হয়।