একটি ওয়েবসাইট তৈরীর জন্য ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ধারণা থাকা বাধ্যতামূলক। ডোমেইন এবং হোস্টিং দুটি ভিন্ন জিনিস হলেও একটির সাথে আর একটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি যখনই একটি  ওয়েবসাইট তৈরী করতে চাইবেন, প্রথমেই তার জন্য প্রয়োজন হবে একটি ডোমেইন এর নাম। কারণ একটা ডোমেইন একটা ওয়েবসাইটের পরিচয় বহন করে থাকে। এটা হতে পারে আপনার নাম অথবা আপনার কোম্পানীর নাম, যেটা দিয়ে সবাই আপনার কোম্পানী সম্পর্কে অবগত হবে। আর হোস্টিং হচ্ছে সেই  জায়গা যেখান থেকে আপনি ব্যবসা পরিচালনা করবেন অর্থাৎ যেখান থেকে আপনার কোম্পানীর পন্যসামগ্রী বা সুযোগ সুবিধা সম্পর্কে সবাই জানতে পারবে। সুতরাং হোস্টিং এর জন্য প্রথমে একটা ডোমেইন দরকার। ডোমেইন পাওয়ার জন্য আপনাকে একটি ডোমেইন নাম পছন্দ করতে হবে। তারপর কোন একটা সার্ভার থেকে এটাকে রেজিস্ট্রি করাতে হবে। হোস্টিং নেওয়ার আগে ডোমেইন সিলেক্ট করে রেজিস্ট্রি করে রাখতে পারেন কারণ আপনার পছন্দের নামটি অন্য কেউ নিয়েও নিতে পারে। আর  ব্যবসায়ের সফলতার জন্য একটি উপযুক্ত ডোমেইন নাম খুবই গুরুত্বপূর্ণ। ডোমেইন নেওয়ার আগে প্রথমেই ভালভাবে জানতে হবে কোম্পানী সম্পর্কে। নাহলে পরে সমস্যার সমাধান করা খুব কঠিন হয়ে যাবে। তাই সাশ্রয়ী মূল্যে পছন্দ অনুযায়ী ডোমেইন হোস্টিং নিতে ঘুরে আসতে পারেন Hostholder.com