রিসেলার হোস্টিং মূলত ওয়েব হোস্টিং এর একটি অংশমাত্র।রিসেলার হোষ্টিং হচ্ছে বড় কোন সার্ভার থেকে একটি নির্দিষ্ট অংশকে নিয়ে হোস্টিং সার্ভিস প্রদান করা। যখন কেউ মার্কেটে ওয়েব হোস্ট সেল করার উদ্দেশ্যে বড় কোন হোস্টিং প্রোভাইডার থেকে ওয়েব হোস্টিং ক্রয় করে তখন তাকে রিসেলার বলা হয়। একজন রিসেলার হোলসেল দামে হোস্টিং কিনে নিজ ইচ্ছা মত প্যাকেজ বানিয়ে  মার্কেটে সেল করতে পারে বা নিজের প্রয়োজনে ব্যাবহার করতে পারে। অর্থাৎ একজন রিসেলার তার প্রোভাইডারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সফার ইত্যাদি ক্রয় করে ইউজারের প্রয়োজন অনুযায়ী মার্কেটে সেল করে থাকে। প্রাথমিক পর্যায়ে রিসেলার হোস্টিং এ শেয়ারড হোস্টিং সবচেয়ে উপকারী। কারণ শেয়ারড হোস্টিং এ আপনি আপনার ক্লাইন্টের প্রয়োজন অনুযয়ী হোস্টিং দিতে পারেন। তারপর ব্যবসা প্রসারের সাথে সাথে অন্যান্য হোস্টিং সেবাও চালু করতে পারবেন। আপনি যদি রিসেলার ব্যবসায় শুরু করতে চান সেক্ষেত্রে Hostholder.com সব দিক থেকে সুবিধা প্রদান করবে। ওয়েবসাইটের জন্য ৯৯.৯৯% আপটাইম, আনলিমিটেড ইমেল একাউন্ট, সিপ্যানেল, নিরাপত্তা, ২৪/৭ সাপোর্ট ইত্যাদি সহ হোস্টিং সম্পর্কিত সকল সুযোগ সুবিধা Hostholder.com থেকে পেয়ে থাকবেন।